মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭, ০৬:৪৮:৪৮

সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে দুই কিশোর

সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে দুই কিশোর

আন্তর্জাতিক ডেস্ক : রেললাইনে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে দুই ভারতীয় কিশোর। কিশোরদের একটি দল দিল্লীর পূর্বে রেললাইনে দাড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ছবি তোলার সময় কিশোরদের মধ্যে দুজন তাড়াতাড়ি সরে যেতে ব্যর্থ হলে তারা রেলগাড়ির নীচে চাপা পড়ে। সাম্প্রতিক এই ঘটনাটি শনিবার সংঘটিত হলেও বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে আসে মঙ্গলবার।

সেলফির কারণে ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে গত বছরের একটি গবেষণায় বেরিয়ে এসেছিলো। কার্নেগী মেলোন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষণায় দেখা যায় ২০১৪-১৫ সালে বিশ্বজুড়ে ১২৭ টি সেলফি সংক্রান্ত মৃত্যুর ৭৬ টিই হয়েছে ভারতে।

"ছবি তোলার সময় একটি ট্রেন এগিয়ে আসতে দেখে তারা সরে দাড়ায়। কিন্তু উল্টোদিক থেকে অপর একটি ট্রেন চলে আসে এবং তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে যায়। দুটি ট্রেনের যেকোন একটির নীচে তারা চাপা পড়ে" দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন একজন পুলিশ কর্মকর্তা।

রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন যে, ছবি তোলার জন্য কিশোররা একটি পেশাদারী ক্যামেরাও ভাড়া করে এনেছিল। গতবছর ভারতের উত্তর প্রদেশের এক খরস্রোতা নদীতে সেলফি তুলতে গিয়ে দুজন শিক্ষার্থী নিহত হয়।

এর আগে ১৮ বছর বয়সী এক তরুণী সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে গেলে মুম্বাইয়ের ১৫ টি স্থানকে "সেলফি তোলার জন্য বিপদজনক" এলাকা হিসেবে ঘোষণা করে শহরটির পুলিশ। বিবিসি

১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে