বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ০৪:১৫:২৫

বাজে ঘটনায় ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধে মামলা করেছেন এই নারী

বাজে ঘটনায় ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধে মামলা করেছেন এই নারী

এক্সক্লুসিভ ডেস্ক: নির্বাচনের আগে শারীরিক নির্যাতনের অভিযোগকারী এক নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন।

‘দ্য অ্যাপ্রেনটিস’ নামক রিয়্যালিটি শো’তে প্রতিযোগিতার সময় ওই নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা সামার জারভোস বলেছেন, ২০০৭ সালে বেভারলি হিল্স হোটেলে ট্রাম্প তার ওপর নিপীড়ন চালিয়েছিলেন।

গত নভেম্বরে দেশটির নির্বাচনের আগে জারভোস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে আরো কয়েকজন নারী মার্কিন এই ধনকুবেরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। সেসময় ট্রাম্প এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগকারী নারীদেরকে মিথ্যাবাদী বলে মন্তব্য করেন।

সদ্যনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টের শপথ নেয়ার মাত্র তিনদিন আগে মামলা দায়ের করলেন দ্য অ্যাপ্রেনটিসের প্রতিযোগী জারভোস।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে