আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে এক ঘণ্টা তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যা দেশটির রাজধানী রোম পর্যন্ত অনুভূত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় রোম থেকে ৬২ মাইল উত্তরে অবস্থিত আমাত্রিস এলাকায়, যার মাত্রা ছিল ৫.৪।
এর ৫০ মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্পটি হয় ৫.৭ মাত্রার, ১০ মিনিট পরে ৫.৩ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান-ভূমধ্যসাগরী সিসমোলজিক্যাল সেন্টার। দ্বিতীয় ভূমিকম্পের পরে রোমের মেট্রো স্টেশন খালি করে ফেলা হয়েছে এবং রেলসেবা ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
গত আগস্টে আমাত্রিস এলাকায় শক্তিশালী ভূমিকম্পে ৩০০ জন নিহত হয়। এরপর গত অক্টোবর আরো দুটি ভূমিকম্প অনুভূত হয় যার মধ্যে শক্তিশালীটির মাত্রা ছিল ৬.৫ মাত্রার। বিগত ৩৬ ঘণ্টা ধরে আমাত্রিস এলাকা ইতিমধ্যে তুষাপাতে বিপর্যস্ত।-স্কাই নিউজ।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস