আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণকে সামনে রেখে হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মনোরম এলাকা ক্যালোরামায় ৮,২০০ বর্গফুটের একটি ভাড়া বাড়িতে বসবাস করবে ওবামা পরিবার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, ট্রাকে করে যেসব মালামাল ওবামার ওই ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে ওবামার সন্তানদের স্কুলের সরঞ্জাম, ময়লা পরিস্কার করার হাতিয়ার এবং কুকুরের খাবারের মতো জিনিসও রয়েছে।
গোটা দুই মেয়াদে সাকুল্যে ৩০৬ রাউন্ড গলফ খেলেছেন ওবামা। তবু সেই গলফ সামগ্রীও যাচ্ছে ভাড়া বাড়িতে।
ভয়েস অব আমেরিকার তুর্কি বিভাগের রিপোর্টার ওজলেম টিনাজ সম্প্রতি বাড়ীটির সামনে থেকে ভিডিও করেছেন। স্থানীয় এক অধিবাসী ডেবরা সেফলির সঙ্গে কথা বলেছেন তিনি।
সেই স্থানীয় ব্যক্তি ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘ম্যাসাচুসেটস এভিনিউয়ের কাছের এই এলাকাটি অত্যন্ত সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত। আমরা যারা এখানকার অধিবাসি তারা সবাই গাছপালা ভালোবাসি। আমরা পুরোনো গাছগুলোর পরিচর্যা করি এবং নতুন গাছ লাগাই। তিনি বলেন ক্যালোরামার এই অংশটি পুরোটাই বনানী ঘেরা। একটি গাছ দেখিয়ে তিনি বলেন শতাধিক বছরের পুরোনো এই গাছগুলো আমাদেরকে বাড়তি প্রাইভেসি দেয়। এখানে নতুন করে কিছু নির্মাণ করা কঠিন এবং স্থানটি অত্যন্ত পরিচ্ছন্ন।’
নিরিবিলি স্বতন্ত্র এই এলাকাটিতে ওবামা পরিবারের প্রতিবেশিদের মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারও।
১৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম