শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৮:৪৩:৩৬

শপথ অনুষ্ঠানেই হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকি

শপথ অনুষ্ঠানেই হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে টুইট করেছেন ফ্লোরিডার এক নাগরিক। পুলিশ জানিয়েছে, টুইট বার্তায় ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া ওই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খবর এনডিটিভির। মিয়ামি বিচ পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ইএফই জানায়, ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে টুইটারে এক ভিডিও পোস্ট করার পর ৫১ বছর বয়সী ডোমিনিক জোসেফ পোপলোকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও বার্তায় ডোমিনিক পোপলো বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি হত্যা করব।’

বুধবার বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, পোপলোকে মিয়ামি আদালতে বিচারক মিনডি গ্লেজারের সামনে আনা হয়। পোপলো মানসিকভাবে সুস্থ আছেন কিনা তা পরীক্ষার জন্য নির্দেশ দেন তিনি। পোপলোর আইনজীবী শুনানিতে বলেন, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ।
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে