শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫০:৪২

মক্কায় মৃত সংখ্যা বেড়ে ১২৭ আহত ২৩৮ জন

মক্কায় মৃত সংখ্যা বেড়ে ১২৭ আহত ২৩৮ জন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদে হারাম-এ নির্মাণকাজ চলাকালীন একটি বড় ক্রেন ভেঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৭ জন। এতে ২৩৮জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। চলতি মাসের শেষেই পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। সেই উপলক্ষে মক্কায় মসজিদ সম্প্রসারণের কাজ চলছিল। মসজিদের চারপাশে রাখা ছিল একাধিক বিশালাকার ক্রেন। তখনই ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে একটি ক্রেন। শুক্রবার জুমার দিন হওয়ায় মসজিদে হারামে এসেছিলেন অসংখ্য স্থানীয় বাসিন্দা।

ক্রেন ভেঙে পড়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শেষ পাওয়া ছবি দেখে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ঊধ্বতন কর্মকর্তারা মনে করছে মক্কায় মসজিদের ছাদের সঙ্গে ক্রেনের একটি অংশের ধাক্কাতেই এই ঘটনা ঘটতে পারে।

মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে। শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

কিছুদিন পরেই মক্কায় অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সেজে উঠছিল মক্কা। প্রায় ১০ লক্ষ মানুষ মক্কায় হজ করতে আসেন। হঠাৎ এই দূর্ঘটনায় প্রশ্নের মুখে হজ উপলক্ষে মক্কার ব্যবস্থাপনা।

মক্কার মসজিদ আল-হারাম-এ ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া যায়নি।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে