আন্তর্জাতিক ডেস্ক : পর্বতসম দৃঢ়তা অসীম আর বজ্রকঠিন সাহসিকতার সাথে শান্তিপূর্ণ বিপ্লব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। সামরিক শাসকের কারাগারে বন্দী এ নেতা আশা প্রকাশ করেছেন শিগগিরই বিপ্লব সফলতার মুখ দেখবে।
মিসর বিপ্লবের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে কারাগার থেকে বিপ্লবের সহযোগীদের উদ্দেশ্যে এ বাণী দিয়েছেন মুরসি। ২০১১ সালের ২৫ জানুয়ারি প্রবল প্রতিরোধ ও গণজোয়ারের সৃষ্টি হয় মিসরের স্বৈরশাসক হুসনি মোবারকের পদত্যাগের দাবিতে। আন্দোলনের মুখে ১৮ দিন পর পদত্যাগ করতে বাধ্য হন মুবারক। মুরসির ছেলে ওমর ফেসবুকের মাধ্যমে মুরসির এ বার্তাটি প্রকাশ করেছেন।
‘হে স্বাধীন বিপ্লবীরা, পবর্তসম শক্তি ও বজ্রের সঙ্কল্প নিয়ে আপনারা আপনাদের শান্তিপূর্ণ বিপ্লবের পথে অটল থাকুন। আপনাদের বিপ্লব শিগগিরই বিজয় লাভ করবে। আপনাদের বিপ্লবের পরিবেশ সৃষ্টির জন্য আপনাদের পথ চেয়ে অপেক্ষা করছে দেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষ। আল্লাহই আমার সাক্ষী, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আইন ও বিপ্লবী পদক্ষেপের মাধ্যমে লড়াইয়ে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। অনেক সময় আমি ঠিক করেছি, কোনো কোনো ক্ষেত্রে ভুল করেছি। তবে আমি কখনোই আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করিনি এবং কোনো দিনই তা করব না।
আপনারা আপনাদের বিপ্লবের ওপর অটল থেকে আপনারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আপনারাই আছেন এবং আপনারাই থাকবেন, আপনারাই বর্তমান ও ভবিষ্যৎ। আপনারাই স্বদেশ। বিপ্লব আপনাদের হাতেই রয়েছে। আমি আপনাদের ওপর আস্থাশীল যে, আপনারাই এর পতাকা ফের উড্ডীন করবেন এবং গৌরব অর্জন করবেন।
এটি শেষ তবে সর্বশেষ কথা নয়। আমি আমার জনগণকে বলব, আপনারা আপনাদের দৃষ্টি আপনাদের বিপ্লব ও এর গৌরবময় লক্ষ্যের ওপর নিবদ্ধ রাখুন। যতক্ষণ পর্যন্ত বিপ্লবের প্রতি মানুষের আস্থা থাকবে, এর পতাকা তারা ধারণ করে রাখবে এবং এর মূলনীতির প্রতি বিশ্বাস বজায় রাখবে এবং এর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জনগণ তার সাথে সংশ্লিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত শহীদদের রক্ত, আহতদের কাৎরানি এবং বন্দীদের ত্যাগ বৃথা যাবে না।
আমি এও জানি যে, এটি এক কঠিন পথ। তবে আপনাদের সম্মানের ও আপনাদের লক্ষ্যের বিশুদ্ধতার প্রতি আমার বিশ্বাস রয়েছে এবং আমি নিশ্চিত যে, সর্বশক্তিমান আল্লাহ আপনাদের জন্য বিজয় মঞ্জুর করবেন। আল্লাহ আপনাদের প্রতি রহমশীল হবেন এবং আপনাদের উদ্দেশ্য, দেশ ও বিপ্লবে অটল থাকতে সহায়তা হবেন, এই দোয়া করছি।
বিপ্লব ছিনতাইয়ের গল্প : আলজাজিরা জানায়, গণতান্ত্রিক বিপ্লবের ছয় বছর পর মিসরের রাজনৈতিক বাস্তবতা কঠিন পরিস্থিতির মুখোমুখি এখন। ২০১১ সালের ২৫ জানুয়ারি যে স্বপ্ন নিয়ে বিপ্লবের সূত্রপাত হয়েছিল তা চুরি হয়ে গেছে সুফল পাওয়ার আগেই। কোনো রকম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াই আরো এক সামরিক জান্তা উঠে এসেছে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে।
দীর্ঘ দিন পর গণতন্ত্রের সুবাতাস পাওয়ার আশায় ২০১১ সালের জাতীয় নির্বাচনে ভোটারদের যে লম্বা লাইন দেখা গেছে, ২০১২ তার জায়গা দখল করেছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়ন। গুলি, গুম আর পুলিশ হেফাজতে নির্যাতনের চিত্র ছিল তখন নিত্যদিনের।
এর আগেও মিসর দীর্ঘ দিন স্বৈরশাসকের অধীনে ছিল; কিন্তু ২৫ জানুয়ারির বিপ্লবের পর যে নিয়মতান্ত্রিক শাসনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা মূলত ছিনতাই হয়েছে সামরিক জান্তার হাতে। মানবাধিকার ও সামাজিক অধিকার লঙ্ঘন পৌঁছেছে চরম মাত্রায়। ফলে রাষ্ট্রযন্ত্র পুরোপুরিই ভারসাম্য হারিয়েছে।
জনগণের সামগ্রিক প্রচেষ্টায় অর্জিত একটি বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে স্বৈরশাসন চালু করতে বেআইনি সব নির্যাতন হাতিয়ার ব্যবহার করেছে সিসি সরকার। সামরিক অভ্যুত্থানের পর প্রতিদিন সহিংসতা আর নির্যাতনের চিত্র প্রত্যক্ষ করেছে মিসরবাসী। মিসরের সমাজব্যবস্থাকে প্রচণ্ড রকম ঝাকুনি দেয় এই নির্যাতন। সিসি সরকার দেশকে অস্থিরতা থেকে রক্ষা করার যে দাবি করেছে তা গৃহীত হয়নি মুসলিম প্রধান দেশটির জনগণের কাছে।
২৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম