রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৬:৫৩

চিনের টাওয়ার ভেঙে দিলো ভারত, ফের মুখোমুখি ভারত-চিন

চিনের টাওয়ার ভেঙে দিলো ভারত, ফের মুখোমুখি ভারত-চিন

আন্তর্জাতিক ডেস্ক : সীমা লঙ্ঘন করে তৈরি হওয়া চিনা ওয়াচ টাওয়ার ভেঙে দিল ভারত। ফলে লাদাখে ফের মুখোমুখি ভারত-চিন। দু’পক্ষই বাড়াচ্ছে সেনা সমাবেশ। সীমান্তের দু’পারে মুখোমুখি অবস্থানে দু’দেশের সশস্ত্র বাহিনী।

ভারত এবং চিনের বিপুল সৈন্য সমাবেশ ঘিরে উত্তর লাদাখের বার্তসে অঞ্চলের পরিস্থিতি এখন বেশ থমথমে। গত কয়েকদিন ধরেই বাড়ছিল উত্তেজনা। চিন বরাবরই উত্তর লাদাখের ডেপসাং সমভূমির বার্তসে এলাকাকে নিজেদের বলে দাবি করে। ভারত চিরকালই সে দাবি নস্যাৎ করে এসেছে। এলাকাটি গোড়া থেকেই ভারতের নিয়ন্ত্রণে রয়েছে।

লাদাখের ওই অংশে ইন্দো-চিন সীমান্ত স্থায়ীভাবে চিহ্নিত না হলেও, যৌথ ঐকমত্যের ভিত্তিতে দু’দেশের বাহিনীর টহলদারির সীমারেখা নির্দিষ্ট। সেই সীমারেখা প্রায় লঙ্ঘন করে চিন গত কয়েকদিন ধরে একটি ওয়াচ টাওয়ার তৈরি শুরু করেছিল বলে ভারতীয় সেনার দাবি। শুক্রবার সেই নির্মীয়মান চিনা ওয়াচ টাওয়ারটি ভেঙে দিয়েছে ভারতীয় সেনা ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা।

তার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে সীমান্তে। দু’দেশের বাহিনীই সীমান্তে অবস্থান নিয়েছে। চিন সৈন্য সমাবেশ বাড়াতে শুরু করায় ভারতও পাল্টা জমায়েত করেছে। সীমান্তের দু’পারে ভারত ও চিনের বিপুল সেনা মোতায়েন করা এবং দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিয়ে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত হওয়ায়, উত্তর লাদাখে পরিস্থিতি এখন যথেষ্ট উত্তেজনাপ্রবণ।

১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে