আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগামী পাঁচ বছরে ১০ হাজার শরণার্থী নিয়োগের ঘোষণা দিয়েছে সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান স্টারবাকস। শরণার্থী নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে যখন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করছে লাখ লাখ মানুষ, তখন শরণার্থী কর্মী নিয়োগের এ ঘোষণা দিল কফি বিক্রেতা এই প্রতিষ্ঠানটি।
রোববার স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুলটস প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে চিঠিতে এই খবরটি জানান। শুলটস লেখেন, বিশ্বজুড়ে স্টারবাকসের বিভিন্ন দোকানে এই নিয়োগ দেওয়া হবে। শরণার্থীদের মধ্যে যারা মার্কিন সেনাদের হয়ে দোভাষী হিসেবে কাজ করেছেন ও অন্যান্য বিষয়ে সাহায্য করেছেন, তাদেরই যুক্তরাষ্ট্রে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে যুক্তরাষ্ট্র থেকেই।
প্রেসিডেন্ট নির্বাচনের সময় শুলটস সমর্থন করেছিলেন ডেমোক্রেটি পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে।
গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সিরীয় শরণার্থী প্রবেশে বাধা নিষেধ আরোপ করে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর আগে আরও ছয়টি মুসলিম দেশ থেকে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। ছয় দেশ হলো-ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান।
মুসলিম প্রধান সাত দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্কের জন এফ কেনেডি এবং লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরসহ পুরো দেশজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।-বিজনেস ইনসাইডার
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর