এমটিনিউজ২৪ ডেস্ক : বাজারে নতুন আলুর সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ কারণে সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে পাঁচ টাকা কমেছে। আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির। সবজির দামও হাতের নাগালে। তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও তেজগাঁওয়ের কলমিলতা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। এই দাম গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। বিক্রেতারা বলছেন, বর্তমানে নতুন আলুর ভরা মৌসুম চলছে। এ সময় চাষিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আলু বাজারে আসছে। ফলে দাম ৩০ টাকার নিচে এসেছে। বেশির ভাগ বাজারেই এ দামে আলু পাওয়া যাচ্ছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে আলুর দাম প্রায় ৩০ শতাংশ কম রয়েছে।
আলুর পাশাপাশি বর্তমানে বাজারে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেশি। দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহে ১০ টাকা বেড়ে ৫০-৬০ টাকা হয়েছিল। গতকালও সে দামেই পণ্যটি বিক্রি হয়েছে। আমদানি করা (ভারতীয়) পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। অন্য মসলাপণ্যের মধ্যে দেশি আদা ১২০-১৪০ টাকা, আমদানি করা আদা ২২০-২৪০ টাকায় এবং রসুন ২২০-২৪০ টাকায় বিক্রি হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। এই দাম গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা।
মুরগির দাম কিছুটা কমেছে
প্রায় দেড় মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছিল মুরগি। তবে গত দুই-তিন দিনে এ দাম কিছুটা কমেছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-২০০ টাকায় এবং মানভেদে সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ব্রয়লারে ১০ টাকা ও সোনালিতে ২০ টাকার মতো বেশি ছিল।
তবে কোনো কোনো বাজারে আগের দামেই মুরগি বিক্রির তথ্য জানা গেছে। যেমন গতকাল সেগুনবাগিচা বাজারে এক কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছিল ৩৫০ টাকায়। অন্যদিকে, ফার্মের মুরগির ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে; এক ডজন ডিম বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে অবশ্য আরও ৫-১০ টাকা বেশি রাখা হয়।
বর্তমানে ভোক্তাদের হাতের নাগালে রয়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। যেমন গতকাল বড় আকারের একটি ফুলকপি বিক্রি হয়েছে ১৫-২০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ৩০-৪০ টাকা। অন্যান্য সবজির দামও কম।
প্রতিটি বাঁধাকপি ও ব্রকলি ৩০ টাকা; প্রতি কেজি মুলা ২০ টাকা; মিষ্টি কুমড়া, শালগম ও পেঁয়াজকলি ৩০-৩৫ টাকা; ধরনভেদে শিম ২০-৫০ টাকা; পেঁপে ৪০-৫০ টাকা; শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৫০ টাকা এবং কাঁচা মরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-২০০ টাকায় এবং মানভেদে সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ব্রয়লারে ১০ টাকা ও সোনালিতে ২০ টাকার মতো বেশি ছিল।
চড়া চালের দাম
বাজারে এখন চালের দাম বেশ চড়া। বাজারে মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। বর্তমানে এক কেজি মোটা চাল ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
আর মাঝারি ধরনের ব্রি-২৮ ও ব্রি-২৯ চালের দাম রাখা হচ্ছে ৬০-৬৬ টাকা। এ ছাড়া গত এক সপ্তাহে শুকনা মরিচ ও জিরার দাম কেজিতে ৫০ টাকা এবং ছোট এলাচির দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে।
মোহাম্মদপুরের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মামুনুর রশিদ বলেন, ‘সবজির দাম কম থাকলেও তা আমাদের সার্বিকভাবে স্বস্তি দিচ্ছে না। কারণ, বাজারে আগে থেকেই মাছ, মুরগি, ডিম, ফলসহ বেশির ভাগ পণ্যের দাম চড়া। এখন চালের দামও বাড়ল।’