আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের অভিবাসন নীতিতে ক্ষুব্ধ সারা দুনিয়া। তবে বরাবরের মতো এক্কেবারে উল্টো রাস্তায় হাঁটলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করার পাশাপাশি ভারতকেও তাঁর শরণার্থী নীতি মেনে চলতে পরামর্শ দিলেন। বিধানসভা ভোটের প্রচারে সম্প্রতি উত্তরপ্রদেশের বুলন্দশহরে গিয়েছিলেন আদিত্যনাথ। সেখানেই এমন মন্তব্য করেন।
আদিত্যনাথ বলেন, ‘সন্ত্রাসের কবল থেকে দেশকে উদ্ধার করতে হলে, ট্রাম্পের মতো ভারতও শরণার্থী গ্রহণ বন্ধ করুক। নইলে পশ্চিম উত্তরপ্রদেশে ১৯৯০ সালে কাশ্মীরের ঘটনার পুনারাবৃত্তি হতে সময় লাগবে না। কাশ্মীরি পণ্ডিতদের জোর করে উপত্যকা থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের জোর কাটেনি। তবে উত্তরপ্রদেশকে দ্বিতীয় কাশ্মীর হতে দেবে না বিজেপি।’
গোরখপুরের সাংসদ আদিত্যনাথের দাবি, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, বাঘপত, মেরঠ এবং গাজিয়াবাদের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বসপার জন্যই এমন সম্ভব হয়েছে। এখনই ট্রাম্পের নীতি অনুসরণ না করলে, পরে রোখা যাবে না। ২০১৩ সালের পর থেকে লাগাতার হেনস্থার জেরে ৩০০ এরও বেশি হিন্দু পরিবার মুসলিম অধ্যুষিত কৈরানা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বলে গত বছর সংসদে অভিযোগ তুলেছিলেন বিজেপির হুকুমং সিং।
তবে সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বসপা, দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্যবাসীর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে বলা দাবি করে তারা। মুজফ্ফরনগর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত কৈরানা। লোকসভা ভোটের কয়েক মাস আগে, ২০১৩ সালের সেপ্টেম্বরে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হন হাজারের বেশি মানুষ।
এ বছর বিধানসভা ভোট উপলক্ষে, প্রথম থেকেই কৈরানাকে হাতিয়ার করেছে বিজেপি। তাদের নির্বাচনী ইস্তেহারেও জায়গা পেয়েছে কৈরানা। সম্প্রতি সেখানে প্রচার সারতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঘরছাড়াদের নিরাপত্তা দিতে না পারায় জেলার প্রশাসনিক কর্তাদের দোষী ঠাওরান তিনি। ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। আজকাল
৩১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস