রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৫:৪৫

প্রকৃত ইসলাম মেনে চলে ভারত : রাজনাথ সিং

প্রকৃত ইসলাম মেনে চলে ভারত : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলাম নয়, প্রকৃত ইসলাম মেনে চলে ভারত, বললেন রাজনাথ সিং। ভারতকে পাকিস্তানের চেয়েও বেশি ‘ইসলামিক রাষ্ট্র’ বলা যায় বলে মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ বলেন, পাকিস্তানের চেয়েও বেশি ধর্মপ্রাণ মুসলিম এ দেশে বাস করেন ও সুখে বসবাস করেন। তাদের অন্তরাত্মায় ভারতীয় জাতীয়তাবোধ প্রবল।

শুক্রবার পাক রেঞ্জার্সের সঙ্গে এক বৈঠকের সময় এ কথা বলেন তিনি। বৈঠকে রাজনাথ সিং আরও বলেন, “গুলি নয়, আলোচনার মাধ্যমে অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে চায় ভারত।” পাশাপাশি বৈঠকে তিনি এ কথাও সাফ জানিয়ে দেন, ভারত সীমান্তের এপার থেকে প্রথম বুলেট ছুঁড়বে না।

প্রত্যুত্তরে পাক ডিজি জানান, পাকিস্তানের তরফে এই একই বার্তা দেওয়ার অধিকার তার নেই। তবে ভারতের বক্তব্য তিনি তার দেশের প্রশাসনিক নেতৃত্বকে অবশ্যই জানাবেন। রাজনাথ সিং বলেন, “ভারতের মত পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। তাই দুই দেশেকে এককাট্টা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে।”

তখন রাজনাথ বলেন, ভারতের পাকিস্তানের চেয়ে অনেক বেশি সংখ্যায় মুসলিম বসবাস করে। তাই ভারতকে আরও সাচ্চা ইসলামিক রাষ্ট্র বলা যায়। উত্তরে পাক ডিজি বলেন, “আপনাদের দেশে অনেক বড়। আপনারা দুর্দান্ত রাষ্ট্র। আমরাও চাই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হোক।”

১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে