সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:০২:১৯

ইতিহাস বিকৃতি করছে ভারত, হলদিঘাটের যুদ্ধে নাকি রাণাপ্রতাপের কাছে হারেন আকবর!

ইতিহাস বিকৃতি করছে ভারত, হলদিঘাটের যুদ্ধে নাকি রাণাপ্রতাপের কাছে হারেন আকবর!

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের বিখ্যাত ভারতের রাজস্থানের হলদিঘাটের যুদ্ধে নাকি সম্রাট আকবর নন, জিতেছিলেন মহারাণা প্রতাপই! রাজস্থান ইউনিভার্সিটির সিলেবাসে এবার এই বদল আনতে চলেছে রাজস্থান রাজ্য সরকার। এর ফলে ভারতের মধ্যযুগের ইতিহাসে বিকৃতি ঘটবে বলে সরব হয়েছেন ভারতের ইতিহাসবিদরা। খবর ইন্ডিয়া টাইমসের।

১৫৭৬ সালে সেনাপতি মান সিং-এর নেতৃত্বে চিতোরের মহারাণা প্রতাপের সঙ্গে যুদ্ধ হয় সম্রাট আকবরের বাহিনীর। এই যুদ্ধে পরাজিত হয়ে চিতোর ছেড়ে দক্ষিণের মেওয়ার পাহাড়ে আশ্রয় নেন মহারাণা প্রতাপ। তার বীরত্ব, সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের নানা উপমা রাজস্থানের লোককথা ও ইতিহাসের পাতায় বর্ণিত আছে। কিন্তু হলদিঘাটের যুদ্ধে যে তার পরাজয় হয়েছিল, সে বিষয়ে ইতিহাসবিদরা নিশ্চিত। কিন্তু সে ইতিহাস এবার বদলে দিচ্ছে রাজস্থান রাজ্য সরকার।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই প্রস্তাবকে সমর্থন করেছেন। মহারাণা প্রতাপ নন, পরাজয় ঘটেছিল আকবরেরই - এই বক্তব্যে নতুন ইতিহাস বই লেখা হবে। গত সপ্তাহেই রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বিজেপি বিধায়ক মোহন লাল গুপ্তা এই ইতিহাসকে নতুন করে লেখার প্রস্তাব দেন। তার কথা সমর্থমন করেছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ সরাফ, স্কুলশিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি এবং নগরোন্নয়ন মন্ত্রী রাজপাল সিং। উইনিভার্সিটির বোর্ড অফ স্টাডিজের কাছে এখন বিষয়টি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

ভারতের মধ্যযুগের ইতিহাসের যে কোনও প্রামাণ্য বই, যেমন সতীশ চন্দ্রের 'মিডিয়েভাল ইন্ডিয়া'য় হলদিঘাটের যুদ্ধে আকবরের বিজয়ের কথাই লেখা হয়েছে। কিন্তু সেই ইতিহাস মানতে রাজি নয় রাজস্থান রাজ্য সরকার। আকবরকে বিদেশি হামলাকারী তকমা দিয়ে মহারাণা প্রতাপই এই যুদ্ধে জয় পেয়েছিলেন বলে দাবি তাদের। এর ফলে শুধু ইতিহাসের বিকৃতি ঘটবে না, ইতিহাসকে অপমানও করা হবে বলে জানিয়েছেন ঐতিহাসিক তনুজা কোঠিয়াল।

১৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে