আন্তর্জাতিক ডেস্ক: নয়া ইতিহাসের দোরগোড়ায় ভারত। একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের পথে রওনা হচ্ছে পিএসএলভি-সি৩৭। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু ভারতের এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের।
নয়া এই মহাকাশযানে বয়ে নিয়ে যাওয়া ১০৪টি কৃত্রিম উপগ্রহর মধ্যে ৩টি ভারতীয় এবং বাকি ১০১টি বিদেশি উপগ্রহ রয়েছে। যার মধ্যে ৮৮টি উপগ্রহই আমেরিকার। বাকি ১৩টি আলাদা ছ’টি দেশের বলে জানা গিয়েছে। সমুদ্রপৃষ্ট থেকে ৫০০ কিমি উপরে বিশেষ কক্ষপথে স্থাপিত হবে এই উপগ্রহগুলি।
জানা গেছে, সবার প্রথমে পিএসএলভি-সি৩৭ থেকে উৎক্ষেপণ করা হবে কারটোস্যাট-২। এর পরই বাকি ১০৩টি ছোট ছোট উপগ্রহ ছাড়া হবে একসঙ্গে। কারটোস্যাট-২ সিরিজের সমস্ত উপগ্রহ অন্তত পাঁচ বছর পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করতে পারে। রিমোট সেন্সিং সার্ভিসের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর নানা অংশের ছবি তুলে পাঠাবে এইসব ন্যানো স্যাটেলাইট। ভবিষ্যতে দেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জমি যথাযথভাবে কাজে লাগাতে, ভৌগোলিক মানচিত্র তৈরি করতে এবং জল বন্টনে এই সব ছবি সাহায্য করবে বলে আশা ইসরোর।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম