বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২২:৫০

হাফিজ সাঈদের মুক্তি দাবি করলেন পারভেজ মোশাররফ!

হাফিজ সাঈদের মুক্তি দাবি করলেন পারভেজ মোশাররফ!

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদের মুক্তি দাবি করলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তানের একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মোশাররফের দাবি, হাফিজের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের প্রমাণ এখনও পাকিস্তান সরকার দিতে পারেনি। তাই তাকে গৃহবন্দী করে রাখার কোনও অর্থই নেই বলে মনে করেন মোশাররফ।

উল্টো মোশাররফের দাবি, হাফিজ সাঈদ তালিবানদের বিরুদ্ধে। হাফিজ সাঈদের কল্যাণমূলক কাজের স্তুতিতে মোশাররফ বলেন, হাফিজ নিজে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। ভূমিকম্প বিধ্বস্ত পাকিস্তানে হাফিজের স্বেচ্ছাসেবী সংস্থা প্রচুর ত্রাণ পৌঁছে দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিভিন্ন জায়গায় হাফিজের সংস্থা কাজ করে বলে দাবি মোশাররফের‌।
 ‌
এদিকে, ‌দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানালেন হাফিজ সাঈদ। সম্প্রতি পাক সরকারকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন, তার সংগঠনের বিরুদ্ধে এখনও কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রমাণিত হয়নি। সে কারণে অবিলম্বে তার বিরুদ্ধে দেশে বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

মুম্বাই হামলার মূলচক্রী জামাত–উদ–দাওয়ার নেতা হাফিজ সাঈদ–সহ ৩৭ জন জামাত নেতার উপরে এই নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান সরকার। আপাতত হাফিজ সাঈদকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশবিরোধী কোনও কার্যকলাপের সঙ্গে তার সংগঠন জড়িত রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রাখার জন্য নজরদারিও চালানো হচ্ছে। যদিও পাকিস্তানের আদালতে এখনও তার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের কোনও প্রমাণ পেশ করা হয়নি। ‌‌

১৯৯৯ সালের ১২ই অক্টোবর তারিখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পারভেজ মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। পরে ২০০১ সালের ২০শে জুন তারিখে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। ১৮ আগষ্ট ২০০৮ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন।

১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে