রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৫:২১

ক্রেন দুর্ঘটনা ‘আল্লাহর কাজ’ বলে চালিয়ে দিলেন তিনি

ক্রেন দুর্ঘটনা ‘আল্লাহর কাজ’ বলে চালিয়ে দিলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের ক্রেন দুর্ঘটনায় ১০৭ হজযাত্রীর মৃত্যুকে ‘আল্লাহর কাজ’ বলে দাবি করেছেন ডেভেলপার কোম্পানির একজন প্রকৌশলী।


শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে প্রচণ্ড ঝড় ও প্রবল বাতাসকে দায়ী করছে সৌদি আরব কর্তৃপক্ষ। তবে তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশের নির্দেশ দেয়েছেন বাদশাহ সালমান।

ওই ঘটনায় দুই শতাধিক হজযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছেন।

মসজিদুল হারামের উন্নয়নের কাজ করছে বিনলাদেন গ্রুপ। তাদেরই একটি লাল ও সাদা ক্রেন ছিঁড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

বিন লাদেন গ্রুপের সংশ্লিষ্ট একজন প্রকৌশলী এএফপিকে বলেন, সেখানে ওই ক্রেনটির মত বহু ক্রেন ৩-৪ বছর ধরে ছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এটা আদৌ কারিগরি সংক্রান্ত কোনো ইস্যু নয়। আমি বলতে পারি যে, যা ঘটেছে তাতে মানুষের কোনো হাত নেই। এটা ছিল আল্লাহর কাজ। আমার জ্ঞানমতে, এখানে আদৌ কোনো মানবিক ত্রুটি ছিল না।’

হজ মৌসুমের সময় এ ঘটনা ঘটায় সৌদি কর্তৃপক্ষের সমালোচনা হচ্ছে। অনেকে সৌদি কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন।

ওই প্রকৌশলী দাবি করেন, অত্যন্ত পেশাদারি উপায়ে ক্রেনটি স্থাপন করা হয়েছিল যাতে মুসল্লিদের কোনো কষ্ট না হয়।

তবে যেখানে এটি স্থাপন করা হয় সেখানে হাজার হাজার মুসল্লি সমবেত হন বলে কাজ করা খুবই কঠিন।

প্রতি বছর হজে আসা মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ায় মুসলমানদের প্রধান এই মসজিদটির যেখানে কাবা শরীফ অবস্থিত এবং মুসলমানরা এদিক ফিরে নামাজ পড়েন, বর্ধিত করার জন্য কয়েক বছর আগে কাজ শুরু করে সৌদি সরকার।

বর্ধিতকরণের কাজ শেষ হলে এর আকার দাঁড়াবে ৪৩ লাখ বর্গফুটে যাতে একবারে ২২ লাখ লোকের সংকুলান হবে।

সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারের মালিকানায় রয়েছে বিনলাদেন গ্রুপ।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে