আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উঠে-পড়ে লেগেছেন বলে অভিযোগ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন অভিযোগ করেন। খবর বিবিসির।
তিনি দাবি করেন, 'দেশটিতে সাম্প্রতিক সময়ে যেসব বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক যতো গোপন তথ্য ফাঁস হয়েছে- তা সবই করেছেন ওবামা ও তার লোকজন।'
আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতে ওবামা এসব করে বেড়াচ্ছেন। তবে, এ ব্যপারে কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, নির্বাচনের সময় জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে তিনি 'সি' গ্রেড পাওয়ার যোগ্য। কিন্তু তার দাবি, জনগনের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আছে 'এ' গ্রেডের।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস