বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ০৯:৪৯:৪২

কোকা-কোলা ও পেপসি বিক্রি নিষিদ্ধ!

কোকা-কোলা ও পেপসি বিক্রি নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুতে কোকা-কোলা ও পেপসি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে ব্যবসায়ীরা। খবর বিবিসি'র।

রাজ্যের শীর্ষ দুটি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এই দুটি পানীয় নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। তারই প্রেক্ষাপটে বুধবার থেকে তামিলনাডু রাজ্যে কোকা-কোলা ও পেপসি নিষিদ্ধ করা হয়।

প্রতিষ্ঠানগুলো বলছে, কোমল পানীয়ের প্রতিষ্ঠানগুলো নদী থেকে প্রচুর পানি ব্যবহার করে, সেকারণে কৃষকদের জমি সেচের সময়ও ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে খরার সময় সেচে পানি সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়।

রাজ্যের ১০ লাখেরও বেশি দোকানদার এ নিষেধাজ্ঞা মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি তামিল সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে ফেডারেশন অব তামিলনাডু ট্রেডার্স অ্যাসোসিয়েশন-এফটিএনটিএ'র প্রেসিডেন্ট থা ভেলায়ান বলেন, 'পেপসি এবং কোকা-কোলার মতো পানীয় কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিকেল থাকে এবং অতিরিক্ত চিনি থাকে এসব পানীয়তে।'

তিনি বলেন, 'আমরা ভারতীয় কোমল পানীয়ের প্রচার চালাচ্ছি এবং ফলের জুসের বিক্রি যেন আরও বাড়ে সেই চেষ্টাও আমরা চালাবো।'

স্থানীয় ব্যবসা এবং কৃষকদের উন্নতির কথা ভেবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট ও হোটেলগুলো যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে সেই আহ্বানও জানিয়েছে অ্যাসোসিয়েশনগুলো।

তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে পেপসি ও কোকা-কোলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে