আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন সেনার ওপর অতর্কিত বোমা হামলা চালিয়ে রাশিয়ান যুদ্ধ বিমান। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোর জানিয়েছে, আইএস জঙ্গিদের ঘাঁটি ভেবে ভুলবশতই মার্কিন সেনার ওপর এই হামলা চালানো হয়।
মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড এই গোলাবর্ষণের খবর স্বীকার করে নিয়েছেন৷ যদিও এর ফলে তেমন কোন হতাহত হয়নি বলেই তিনি জানিয়েছেন।
যেখানে মার্কিন সেনার ঘাঁটি ছিল সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে প্রথম বোমাবর্ষণ হয়। পরে মার্কিন সেনা ঘাঁটির দিকে এগিয়ে আসতে থাকে রুশ যুদ্ধ বিমান। সেই সময়ই রুশ সেনার সঙ্গে স্পেশাল হট লাইনে যোগাযোগ করে মার্কিন সেনা অফিসিয়ালরা। ফলে থেমে যায় গোলাবর্ষণ।
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস