বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ০৩:১০:৩৮

হাতে হাত রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা

হাতে হাত রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: কলহের জের ধরে হাতে হাত রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি।
 
বুধবার বিকালে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
 
আত্মহত্যা করা ওই দম্পত্তির নাম বিশ্বজিৎ সাহা (৪২) ও সুষমা সাহা (৩৬)। তারা শেওড়াফুলির জগদ্ধাত্রী পাড়ার বাসিন্দা।
 
বিশ্বজিৎ বেলুড়ের একটি বেসরকারি সংস্থায় ও সুষমা উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেশনের প্ল্যাটফর্মে মোবাইলে কথা বলছিলেন এক যুবক। হঠাৎ পেছন থেকে এক তরুণী এসে মোবাইল কেড়ে নিলেন। শুরু হয় দুজনের মধ্যে বাক-বিতণ্ডা।
 
এরইমধ্যে স্টেশনে ঢুকল আপ বর্ধমান গ্যালপিং লোকাল ট্রেন। এ সময় ওই তরুণী আচমকা ট্রেনের দিকে ছুটতে শুরু করলেন। তাকে ছুটতে দেখে, তার হাত ধরে ছুটতে শুরু করলেন ওই যুবকও। মুহূর্তের মধ্যে হাতে হাত ধরে চলন্ত ট্রেনের সামনে দু’জন একসঙ্গে ঝাঁপ দিলেন।
 
সঙ্গে সঙ্গেই চলন্ত ট্রেনের নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দু’জনের দেহ।
 
স্টেশনে থাকা সুষমার ভাই সমরজিৎ জানান, নিহত ওই দুজন তার বোন জামাই। তাদের ১৩ বছরের একটি ছেলে রয়েছে।
 ০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে