বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ০৮:৪৭:১৭

ট্রাম্পের ইঙ্গিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ছাঁটাই শুরু

ট্রাম্পের ইঙ্গিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ছাঁটাই শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ৪৯ জন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে ছাঁটাই করল ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রানসিসকো বিশ্ববিদ্যালয়। আউট সোর্সিংয়ের মাধ্যমে ভারতীয় এই কর্মীদের কাজ করানো হতো।  

বিশ্ব বিদ্যালয়গুলির দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচবছরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করা যাবে।
 
অনেকেই মনে করছেন বিদেশি কর্মীদের দিয়ে (‌বিশেষত ভারতীয়দের)‌ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিমাণ কাজ করানো নিয়ে ক্ষোভ জন্মেছিল।  সেটাকে সামাল দিতেই এই পদক্ষেপ।  

ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পও তথ্যপ্রযুক্তি-সহ আরও নানা ক্ষেত্রে আউটসোর্সিংয়ে রাশ টানার আশ্বাস দিয়েছিলেন। ট্রাম্পের আশ্বাস এক্ষেত্রে কাজ করেছে কিনা, সেটা নিয়ে জল্পনা চলছে।  

গত বছরই ক্যালিফোর্নিয়ার সেনেটর ডিয়ান ফিয়েনস্টাইন বলেছিলেন, দেশের বিশ্ববিদ্যালয়েরগুলোর উচিত স্বদেশীয় কর্মীদের স্বার্থের দিকে খেয়াল রাখা।’‌ তখনও ট্রাম্পের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, অদূর ভবিষ্যতে ছাঁটাই করা হতে পারে।  
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে