আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা কাটলেই ১ কোটি টাকা (ভারতীয় রুপি) পুরস্কার দেবেন কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএসের নেতা। ভারতের মধ্য প্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে আরএসএসের মহানগর প্রচার প্রমুখের প্রধান কুন্দন চন্দ্রওয়াত এমনই উপহারের কথা প্রকাশ্য সভায় ঘোষণা করলেন।
তিনি বললেন, ‘কী ভাবেন কেরালার মুখ্যমন্ত্রী? আমি, ডক্টর কুন্দন চন্দ্রওয়াত এই সভামঞ্চ থেকে ঘোষণা করছি, যে আমাকে মুখ্যমন্ত্রী পি বিজয়নের মাথা এনে দিতে পারবেন, তাকে ১ কোটি রুপি পুরস্কার দেব আমি। কারণ, আরএসএস কর্মীদের মেরেছে বিজয়নের দল।
এমন প্রকাশ্যে হুমকি দেওয়ার বিষয়টি তাদের নতুন কিছু নয়। আরএসএস এমনই করে থাকে। বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে এমনই মন্তব্য করলেন কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়ন। তিনি জানালেন, ‘আরএসএস এর আগেও অনেকবার মানুষ মেরেছে। মানুষ মারাই ওদের কাজ। এই ঘটনা নতুন কিছু নয়।’
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্মীর মৃত্যু যে কারও পক্ষে অত্যন্ত আবেগের বিষয়। সে কারণেই এ কথা বলে ফেলেছেন কুন্দন। তবে আক্ষরিক অর্থে তিনি তা বলতে চাননি বলেই পুরো বিষয়টি আড়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘এই মন্তব্য ভয়ানক। এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে হুমকি দেওয়ার সাহস পাচ্ছে কোনও দল, মানে এরা প্রশাসনিক নিরাপত্তা পায়। এদের ভয়ডর নেই। দেশ জুড়ে গণতন্ত্রের কী অবস্থা, সেটা স্পষ্ট।’ যদিও মন্তব্য নিয়ে ঝামেলা শুরু হওয়ার পরেই সংবাদ সংস্থাকে কুন্দন জানিয়েছেন, ‘আমার যা মনে হয়েছে বলেছি। কথা ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।’
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি