শুক্রবার, ০৩ মার্চ, ২০১৭, ১২:১১:৪১

চীনে রক্তনদী বইয়ে দেওয়ার হুমকি!

চীনে রক্তনদী বইয়ে দেওয়ার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে রক্তনদী বইয়ে দেওয়ার হুমকি দিল আইএস। এই প্রথম চীনকে নিশানা করে বার্তা দিল তারা।  বেজিং–এর বিরুদ্ধে সে দেশের সংখ্যালঘু মুসলিম উইগর জনজাতীয়দের সাংস্কৃতিক ঐতিহ্যে হস্তক্ষেপ করার অভিযোগ অনেকদিনের। চীনের বিরুদ্ধে অস্ত্র হামলা এই ইউঘুর জনজাতীয়দের নিয়েই করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আইএসের পশ্চিম ইরাক শাখার পক্ষ থেকে সোমবার আধ ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করা হয়।

সেই ভিডিও খতিয়ে দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি গবেষণা সংস্থা ‘‌‌সাইট’‌ চীনে হামলার প্রসঙ্গটি জানিয়েছে। পশ্চিম চীনের জিংজিয়ান প্রদেশে সম্প্রতি নাশকতার পিছনে নির্বাসিত উইগর জনজাতীয়দের দায়ী করা হয়েছে। সেই উইগর জনজাতীয়রা যে আইএস–এর সঙ্গে হাত মিলিয়ে হামলা চালাবে তা ভাবতেই পারেনি বেজিং। ভিডিও–তে চীনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‌মানুষ কী বলছে তা আপনারা বুঝতে পারছেন না। আমরা পবিত্র খলিফার সৈনিক। আমরা অস্ত্রের ভাষায় আপনাদের তা বোঝাব। রক্তের বন্যা বইয়ে দিয়ে নিপীড়িতদের হয়ে প্রতিশোধ নেব।’‌ ‌‌

০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে