শুক্রবার, ০৩ মার্চ, ২০১৭, ০৯:০৯:০১

জনসভায় এক মন্তব্য করে মহাবিপদে নরেন্দ্র মোদি

জনসভায় এক মন্তব্য করে মহাবিপদে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : মহা মুশকিলে পড়েছেন মোদি। 'মন কি বাত'-এর বক্তার বিরুদ্ধে এবার 'ঝুটা বাত' (মিথ্যা কথা) বলার অভিযোগ। একেবারে ভিডিও প্রকাশ করে কংগ্রেসের দাবি, মোদি 'মিথ্যাবাদী'। কিন্তু কী মিথ্যা বলেছেন মোদি?

ভারতের উত্তরপ্রদেশের জনসভায় সম্প্রতি রাহুল গান্ধীকে ব্যাঙ্গ করে মোদী বলেছেন, "কংগ্রেসে এখন এমন সমাঝদার যুবনেতা এসেছেন যিনি নারকেলের রস তৈরির কারখানা করতে চান।" এই মন্তব্যের মাধ্যমে মোদি আসলে রাহুল গান্ধীর মণিপুরের বক্তৃতাকে ঠেস দিতে চেয়েছিলেন বলে মত রাজনৈতিক মহলের। কিন্তু মণিপুরে রাহুল মোটেই নারকেলের রস তৈরির কারখানার কথা বলেননি। বর্ং লেবু ও আনারসের রস তৈরির কারখানার কথা বলেছিলেন। আর এই গোটা বিষয়টাকে কেন্দ্র করেই ভিডিও ফুটেজসহ মোদিকে 'মিথ্যাবাদী' বলে প্রচারে নেমেছে কংগ্রেস।

উল্লেখ্য, বাকপটু হিসাবে সুপরিচিত নরেন্দ্র মোদি বরাবরই স্বকীয় ভঙ্গিমায় কথা বলে মাত করে দেন। আর সেটা যদি নির্বাচনী প্রচার হয়, তাহলে তো আর কথাই নেই। কিন্তু ভিডিও ফুটেজসহ কংগ্রেসের এই প্রচারের ফলে এখন বেজায় অস্বস্তিতে ভারতের শাসক শিবির। তারা এখন বলছে, খবরের কাগজের প্রতিবেদনের ভিত্তিতেই প্রধানমন্ত্রী মোদি এমন বলেছেন।

কিন্তু এসব 'যুক্তি' মানতে নারাজ রাহুল-সনিয়ার কংগ্রেস। তারা বলছে, স্বয়ং সাংবাদিকরাই যখন কোনও খবর পাওয়ার পর সেটিকে ক্রস চেক করে নেয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন সেটা করবেন না? বরং কংগ্রেসের অভিযোগ, গভীর রাতে রান্নার গ্যাসের দাম বাড়ানো, ব্যাঙ্কে লেনদেনের উপর চার্জ বসানোর মতো একাধিক জনবিরোধী নীতি থেকে দেশের মানুষের নজর ঘোরাতেই মোদির এই 'সুপরিকল্পিত ঝুটা বাত'।
০৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে