আন্তর্জাতিক ডেস্ক : সাবেককে কিছুতেই ভুলতে পারছে না বর্তমান। হইহই করে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদের নির্বাচনে জিতলেও এখনও ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল আগের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার নয়া বোমা ফাটিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
ভোটে জেতার কয়েক মুহূর্ত আগে নাকি ওবামা ট্রাম্প টাওয়ারের সমস্ত ফোন লাইন ট্যাপ করেছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ এনে টুইট যুদ্ধে মাতলেন ট্রাম্প। এই ঘটনাকে ‘ম্যাকার্থিজম’ আখ্যা দিয়েছেন ট্রাম্প।
১৯৫০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বামপন্থীদের বাড়াবাড়ি বন্ধ করতে সেনেটর জোসেফ ম্যাকার্থি এমনভাবেই অভিযানে নেমেছিলেন। সেই ঘটনার উদাহরণ টেনে ফোন ট্যাপ করাকে উদ্ধৃত করেছেন ট্রাম্প। তার দাবি, ভোটে ডেমোক্র্যাট প্রার্থী তথা ঘনিষ্ঠ সতীর্থ হিলারি ক্লিন্টনের হারের ভয়েই নাকি এমনটা করেছিলেন ওবামা।
এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসেও ওবামার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন ট্রাম্প। যদিও তার অভিযোগ নিয়ে কোনও বাক্যব্যয় করেননি ওবামা। অভিযোগের সত্যতা নিয়েও কোনও মন্তব্য করেননি। আর এবার এই অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেননি ওবামা।
০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস