রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ১০:২৬:৩৬

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!

 যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার স্বৈরশাসক ও সর্বোচ্চ নেতা কিম জং উনের আগ্রাসন মোকাবেলায় সামরিক শক্তি ব্যবহারের বিভিন্ন দিক বিবেচনা করে দেখছে হোয়াইট হাউস।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়া তার দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও পরমাণু অস্ত্রের মজুদের প্রতি ব্যাপক গুরুত্ব দিচ্ছে। দেশটির এ তৎপরতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। আর এ হুমকি মোকাবেলায় সামরিক হস্তক্ষেপের চিন্তা করছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ কৌশল পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

উত্তর কোরিয়ার পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানার লক্ষ্যে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এমন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কিম জং উনকে তৈরি করার সুযোগ দেয়া হবে না।

গত মাসে কিম উনের নির্দেশে ৩ হাজার ৪০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

সেই সময় সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর এই দুই নেতা ফ্লোরিডার পামবিচে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, যুক্তরাষ্ট্র জাপানের পাশে আছে।’

প্রধানমন্ত্রী শিনজো আবেকে ১০০ ভাগ সহযোগিতার আশ্বাস দিয়ে জাপানকে তিনি বড় মিত্র বলে উল্লেখ করেন।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় ধরনের এক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বিমানবাহী রণতরী, বোমারু বিমান ও সাঁজোয়া যানের সমন্বয়ে এ মহড়া আগামী এপ্রিল পর্যন্ত চলবে। পিয়ংইয়ং এ মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।

যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার দোরগোড়ায় আবার ভয়ানক পারমাণবিক যুদ্ধের মহড়া শুরু করেছে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার খেলার পুতুল দক্ষিণ কোরিয়া। আমাদের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে উচিত জবাব দেবে।

তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদী আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার জলসীমায় যদি একটা গুলিও চালায়, উত্তর কোরীয় বাহিনী তার সমুচিত জবাব দেবে। তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে, আমাদের বিপ্লবী সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’
৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে