রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ১০:৪১:২৯

কাশ্মীরে চলছে গুলির লড়াই! গোপন ঘাঁটি উড়িয়ে দিল সেনা, নিহত এক

কাশ্মীরে চলছে গুলির লড়াই! গোপন ঘাঁটি উড়িয়ে দিল সেনা, নিহত এক

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে চলছে গুলির লড়াই! গোপন ঘাঁটি উড়িয়ে দিল সেনা, নিহত এক।  রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের গোপন ঘাঁটি বিস্ফোরণে উড়িয়ে দিল ভারতীয় সেনা জওয়ানরা।

ওই বাড়িতেই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযানে গিয়েছিল সেনা ও পুলিশের এসওজি টিম। বাড়িটি ঘিরে ফেলতেই শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই।

জঙ্গিদের গুলিতে নিহত ১ পুলিশ কনস্টেবল, জখম ১ সেনা আধিকারিক। সেনাদের পাল্টা গুলিতে ১ জঙ্গিরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

শনিবার থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনা-জঙ্গি সংঘর্ষ বন্ধ করতে তত্পর একদল স্থানীয় বাসিন্দা জওয়ানদের লক্ষ্য করে পাথরও ছোঁড়ে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কাশ্মীরের ত্রালের নাজনিনপোরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকালই সেখানে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। পুরো গ্রাম ঘিরে ফেলে সেনা জওয়ানরা। এরপরই যে বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল, সেই বাড়ি ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই।

সংঘর্ষ থামাতে পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এমনকি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কন্সটেবলকে বেধড়ক মেরে তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে। গতকাল রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে