সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৪:২৬:১৩

রাত পোহালেই কানাডার নির্বাচন

রাত পোহালেই কানাডার নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : রাত পোহালেই কানাডার ২৪তম জাতীয় নির্বাচন। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জরিপ সংস্থাগুলো যে ভবিষ্যত বাণীগুলো করছে, তা দেখে অনেকেই বলছেন, নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর তা মূলত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, সংসদের বিরোধী দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং লিবারেল পার্টি এই প্রধান তিন দলের মধ্যে। পরপর চারবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী মল মার্টিনের পর স্টিপেন হারপার তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সিবিসি এবং গ্লোবাল বন্ড মেইলের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে- ৩০৮টি আসনে লিবারেল পার্টি ৩৪.০৮, কনজারভেটিভ পার্টি ২৮.০৬, ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ২৪.০৯ এবং গ্রিন পার্টি ৫.০৪ সমর্থন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। গত নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৯ ৬২% পেয়ে ১৬৬টি আসন, এনডিপি ৩০.৬৩% পেয়ে ১০৩টি এবং লিবারেল পার্টি ১৮.০১% পেয়ে মাত্র ৩৪টি আসন অর্জন করেছিলো। বর্তমানে কানাডার পার্লামেন্টে (হাউস অব কমন্স অব কানাডা) ৩৩৮টি আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দলকে ১৭০টি আসন পেতে হবে। গত জাতীয় নির্বাচনে আসন সংখ্যা ছিল ৩০৮টি। পরে তা বৃদ্ধি করে ৩৩৮টি করা হয়। কানাডার নির্বাচনে বরাবরই অর্থনীতি প্রধান ইস্যু হিসেবে কাজ করে। তবে এবার অন্যান্য যে ইস্যুগুলো বেশ জোরালো হয়ে দেখা দিয়েছে তা হলো বিল সি-৫১, বিল সি-২৪, ইমিগ্রেশন এবং মুসলিম নারীদের হিজাব পরা অনুমোদন। অন্যান্য ইস্যুর পাশাপাশি এ সকল ইস্যুকে সামনে রেখে প্রধান তিন দলের নির্বাচনী প্রতিশ্রুতির বন্যা বইছে। এবারের নির্বাচনে বিভিন্ন পার্টির নির্বাচনী শ্লোগান হচ্ছে- কনজার্ভেটিভ পার্টি অব কানাডাঃ প্রুভেন লিডারশিপ ফর অ্যা স্ট্রং কানাডা এবং সেফার কানাডা/স্ট্রংগার ইকোনমি। লিবারেল পার্টি অব কানাডার শ্লোগান: রিয়েল চেইঞ্জ। আর নিউ ডেমোক্রেটিক পার্টির শ্লোগান: রেডি ফর চেইঞ্জ। উল্লেখ্য, অভিবাসীরা সিংহ ভাগ লিবারেল পার্টিকে পছন্দ করে। কারণ, আধুনিক কানাডার অবিসংবাদিত নেতা পিয়ের ট্রুডোর ছেলে লিবারেল পার্টির বর্তমান নেতা জাস্টিন ট্রুডো বিল সি-২৪এর বিরোধীতা করলেও সি-৫১ পাসের ব্যাপারে সম্মতি ও সমর্থন দিয়েছে। পিয়ের ট্রুডো কানাডায় বহুজাতিক অর্থাৎ মাল্টি কালচারের জনক। তিনি অভিবাসীসের পক্ষের নেতা হিসেবে সুপরিচিত। পিয়ের ট্রুডো ১৯৭১ সালে পিয়ের ট্রুডো মুক্তিযুদ্ধের বন্ধু। সে জন্য বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধের সন্মাননা দিয়েছে। - কালের কণ্ঠ ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে