সোমবার, ০৬ মার্চ, ২০১৭, ০১:২৯:৪৩

নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া!

নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ায় ফের ক্ষেপনাস্ত্র সঙ্কট। একের পর এক নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার তরফে এই দাবি করা হয়েছে। কোরিয়া উপকূলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করছে আমেরিকার। সিওলের দাবি, পাল্টা চাপ দিতেই পিয়ংইয়ংয়ের এই মিসাইল পরীক্ষা।

মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে ক্ষেপনাস্ত্রের অস্ত্রভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। শুধু তাই নয়, উত্তর কোরিয়া গোপনে পরমাণু অস্ত্রসম্ভার তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন খুব তাড়াতাড়ি ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করতে পারে পিয়ংইয়ং। সেই ক্ষেপনাস্ত্রের পাল্লায় আমেরিকার পূর্ব উপকূলের কয়েকটি রাজ্য চলে আসবে।-জি নিউজ
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে