আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর হাতে আটক কয়েক হাজার অভিবাসীদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। আটক অভিবাসীদের দৈনিক মাত্র ১ ডলার বা একেবারেই বিনা মজুরিতে কাজ করানো হচ্ছে। যা দেশটির দাসত্ববিরোধী আইনের লঙ্ঘন।
সম্প্রতি দায়ের করা একটি মামলায় এসব দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মামলাটি দায়ের করা হয়েছিল ২০১৪ সালে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি বেসরকারি কারাগার কোম্পানির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। এই সপ্তাহে ফেডারেল বিচারক মামলাটির বিষয়ে রুল জারি করবেন। ফলে মামলাটি যুক্তরাষ্ট্রের আটক প্রায় ৬০ হাজার অভিবাসীর জন্য প্রযোজ্য হবে।
এই মামলাটি দায়ের করেছে কলোরাডোভিত্তিক অলাভজনক আইনি প্রতিষ্ঠান টুয়ার্ডস জাস্টিস। এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নিনা ডিসালভো বলেন, ‘বিষয়টির গুরুত্ব অনেক বিশাল। এর অর্থ হলো সরকারের কাছ থেকে ঠিকাদারী নিয়ে প্রতিষ্ঠানটি বন্দিদের জোরপূর্বক শ্রমে নিযুক্ত করছে।’
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত প্রেস সচিব জেনিফার ডি এলিজা বলেন, তিনি মামলা সম্পর্কে কোনও মন্তব্য করতে পারেন না, কারণ ‘আইসিই এই মামলার বিশেষ কোনও পক্ষ নয়।’
০৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস