সোমবার, ০৬ মার্চ, ২০১৭, ০৮:৩৮:০৮

এবার নারীদের সম্পর্কে উল্টো সুর এরদোয়ানের

এবার নারীদের সম্পর্কে উল্টো সুর এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন সময়ে নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এবার উল্টো সুর শোনা গেল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কণ্ঠে। নারীকে প্রথমে মানুষ হিসেবে দেখলে নারী সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন তুরস্কের এই রাষ্ট্রনায়ক।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইস্তাম্বুলে উইমেন অ্যান্ড ডেমোক্রেসি অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থার আয়োজিত বৈঠকে তিনি একথা বলেছেন। এরদোয়ান বলেন, ‘আমরা যখন নারীদেরকে মানুষ হিসেবে দেখবো; তখন অনেক সমস্যার সমাধান দেখতে পাবো।’

নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে তুরস্কের এই রাষ্ট্রনায়কের কুখ্যাতি রয়েছে। অতীতে তার বিরুদ্ধে দেশটির ধর্মনিরপেক্ষতার নীতি ও নারীদের নাগরিক স্বাধীনতা সীমিত করার অভিযোগ এনেছেন সমালোচকরা। ২০১৪ সালে এক বক্তৃতায় তিনি বলেন, ‘নারীরা পুরুষের সমান নন। শারীরিক পার্থক্যের কারণে নারী ও পুরুষরা একই ধরনের কাজ করতে পারেন না। দুর্বল প্রকৃতির কারণে নারীরা অনেক কাজের যোগ্য নন।’  

এছাড়া প্রত্যেক নারীর তিনটি সন্তান থাকা উচিত বলে মন্তব্য করেও দেশটির নারী মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এরদোয়ান। ওই সময় নারীদের গর্ভপাত সীমিত করার প্রস্তাব এনেছিলেন তিনি, তবে পরে সেই নীতি থেকে সরে যান।

গত বছরের শুরুর দিকে এক বিতর্কিত বিবৃতি দিয়ে বসেন এরদোয়ান। তিনি বলেন, ‘নারীরা যদি বংশবৃদ্ধিতে ব্যর্থ হয় তাহলে তার জীবন অসম্পূর্ণ। আমি অন্তত তিনটি সন্তান থাকার পরামর্শ দিচ্ছি। পেশাদারী জীবনে সংযুক্ত নারীকে মা হওয়া থেকে বিরত থাকা উচিত নয়। একজন নারী যিনি কারণ হিসেবে বলছেন, আমি কাজের কারণে মা হবো না; আসলে তার নারীত্বকে অস্বীকার করছেন।’

০৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে