মঙ্গলবার, ০৭ মার্চ, ২০১৭, ১০:২৭:১১

মালয়েশিয়ান নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া

মালয়েশিয়ান নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া বলছে, তারা দেশটিতে অবস্থানরত সকল মালয়েশিয়ানের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

মি. কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে।

মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধুমাত্র একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা স্বীকার করেছে।

নিহত মি. কিম ভিন্ন নামে একটি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন।

যদিও মালয়েশিয়া ঐ হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে পিয়ংইয়ং-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরই মধ্যে একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামিজ নারীকে ঐ হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

সদ্য পাওয়া এই খবরটি আরো তথ্য আসার সাথে সাথে আপডেট করা হবে। আরো তথ্যের জন্য আরো কিছুটা পর পাতাটি রিফ্রেস করুন।-বিবিসি
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে