মঙ্গলবার, ০৭ মার্চ, ২০১৭, ১১:২৬:৫৮

ভারতে ফের শুরু হতে পারে বাবরি মসজিদ ধ্বংসের মামলা

ভারতে ফের শুরু হতে পারে বাবরি মসজিদ ধ্বংসের মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসে লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশীদের বিরুদ্ধে ফের ষড়যন্ত্রের মামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
 
পুনরায় ষড়যন্ত্রের অভিযোগ উঠলে অস্বস্তিতে পড়তে পারেন অভিযুক্ত আদভানিসহ অন্যান্য বিজেপি নেতারা। বিজেপির অনেকেই মনে করেন, দেশটির পরবর্তী রাষ্ট্রপতির চেয়ারে বসতে চান আডভানি। কিন্তু ষড়যন্ত্রের অভিযোগের বেপারটি আবারো সামনে চলে আসলে এবছরের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।
 
তবে উত্তরপ্রদেশের শেষ পর্বের ভোটের আগে বাবরি মসজিদ মামলা এভাবে উঠে আসায় বিজেপির অনেকই খুশি। এ নিয়ে কোনও মন্তব্য না করলেও নরেন্দ্র মোদীর দলের নেতারা মনে করছেন, এই বিতর্ক ভোটের মেরুকরণে সাহায্য করবে। উত্তরপ্রদেশে মেরুকরণের জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদী ও অমিত শাহেরা।
 
১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পরে রায়বরেলীতে করা এফআইআরে নাম রাখা হয়েছিল আদভানি, জোশীদের। কিন্তু রায়বরেলীর আদালত বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ থেকে আদভানিদের রেহাই দেয়। ইলাহাবাদ হাইকোর্টও নিম্ন আদালতের সেই রায়ই বহাল রাখে।
 
কিন্তু সিবিআই একে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। এতে দেশটির সুপ্রিম কোর্ট সোমবার বলেছে, ‘পদ্ধতিগত কারণে আদভানি ও অন্যদের বিরুদ্ধে আমরা অভিযোগ খারিজ হতে দেব না। ১৩ জনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, তাকে নিয়ে আপনারা (সিবিআই) অতিরিক্ত চার্জশিট দিন।’
 
২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট আদভানিসহ ১৩ জনের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছিল। তবে সুপ্রিম কোর্টে বিচারপতি পি সি ঘোষ ও আর এস নরিমানের যৌথ বেঞ্চ এই ১৩ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। ২২ মার্চ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এনডিটিভি।
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে