তবে এই সপ্তম স্থানের চেয়েও আমেরিকানদের জন্য বেশি দুশ্চিন্তার কারণ হল আন্তর্জাতীক দুনিয়ায় তাঁদের দেশ সম্পর্কে মানুষের ক্রমবর্ধমান নেতিবাচক ধারনা। বিগত কয়েক বছরে মার্কিন মুলুকের বিষয়ে মানুষের মধ্যে হতাশা বেড়েছে, এমনটাই জানা যাচ্ছে এই স্টাডি থেকে।
এই সমীক্ষায় বেশ কিছু ব্যবসায়ী, সমাজের অভিজাত শ্রেণীর সচেতন মানুষ এবং সাধারণ নাগরিকদের বিভিন্ন দেশ সম্পর্কে তাঁদের মতামত জানতে চাওয়া হয়। আর সেখান থেকেই উঠে আসে এই ক্রম তালিকা। আমেরিকায় ঠিক যেভাবে কলেজ, হাসপাতাল ও গাড়ি পরিষেবার ক্ষেত্রে মান নির্ধারণ করা হয়, সেভাবেই হয়েছে এই সমীক্ষা।-জি নিউজ
এমটিনিউজ২৪ডটকম/এম,জে