বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ১০:১৯:২৯

আপনি কি স্ত্রীকে পেটান? আমেরিকার একটি ফর্মের প্রশ্ন!

আপনি কি স্ত্রীকে পেটান? আমেরিকার একটি ফর্মের প্রশ্ন!

আন্তর্জাতিক ডেস্ক: ছাপানো ফর্মে বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে একটি—আপনি কি স্ত্রীকে পেটান? ওকলাহোমার রিপাবলিকান এমপি জন বেনেটের অফিসে সম্প্রতি এমন অভিজ্ঞতা হয় তুলসা পিস অ্যাকাডেমির এক দল মুসলিম ছাত্রের।

ধর্মীয় এক অনুষ্ঠান নিয়ে বেনেটের সঙ্গে কথা বলতে গিয়েছিল ছাত্ররা। অভিযোগ, অফিসে ঢোকা মাত্রই তাদের একটি ফর্ম পূরণ করতে বলা হয়। প্রশ্নটা ছিল তাতেই।

পরে সেই ফর্ম দেখে আঁতকে ওঠেন স্থানীয় কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের কর্তা অ্যাডাম সোলতানি। তাঁর কথায়, ‘‘প্রথমটায় চমকে গিয়েছিলাম, পরে মনে হলো—মুসলিম-বিদ্বেষী এমন একটা লোকের থেকে আর কীই বা আশা করা যায়!’’

বেনেট আগে ছিলেন মার্কিন নৌবাহিনীতে। সোশ্যাল মিডিয়ায় মুসলিম-বিদ্বেষী মন্তব্যের জেরে ২০১৪-এ বিতর্কে জড়ান। উদার আর কট্টর মুসলিমে আদতে কোনও ফারাক নেই বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর অফিস থেকে ছাত্রদের যে ফর্ম দেওয়া হয়েছিল, স্থানীয় সংবাদমাদধ্যম সূত্রের খবর— সেটি ‘অ্যাক্ট ফর আমেরিকা’ নামের একটি মুসলিম-বিরোধী প্রতিষ্ঠানের ছাপানো।

বিতর্কিত সেই ফর্মে সংস্থাটির লোগো এবং ই-মেল অ্যাড্রেসও রয়েছে। ফর্ম বিলির কথা স্বীকার করেছে বেনেটের অফিস। ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয় ডেমোক্র্যাটরা।-আনন্দ বাজার
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে