আন্তর্জাতিক ডেস্ক : জনমোহিনী প্রতিশ্রুতি পূরণে আবারও অভিবাসীদের নিশানায় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকানদের চাকরি বাঁচানোর নামে এবার H-4 ভিসা ধারকদের সে দেশে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। খবর সংবাদ প্রতিদিনের।
সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ (ন্যায় বিভাগ) ওয়াশিংটন ডিসি-র আদালতে একটি আপিল করে H-4 ভিসা ধারকদের সে দেশে কাজ করার উপর প্রাথমিক পর্যায়ে ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়েছে।
ওবামা সরকারের আমলে অভিবাসীদের নিয়ে একটি ভিসা আইন তৈরি করা হয়। সেখানে বলা হয়, H-1 ভিসা ধারকদের স্বামী বা স্ত্রী যোগ্যতা থাকলে আমেরিকায় চাকরি করতে পারেন। সেই সূত্রে বহু ভারতীয় H-4 ভিসা ধারকরা আমেরিকায় চাকরি করছেন। এবার ট্রাম্পের এই আর্জিতে বিপাকে পড়তে পারেন তারা।
প্রসঙ্গত, ওবামা সরকারের ওই আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ‘সেভ জবস ইউএসএ’ নামের একটি দল। কিন্তু তাদের আবেদন খারিজ করে দেয় আদালত। জানিয়ে দেওয়া হয় ওবামা প্রশাসনের ওই নীতিতে কোনও গলদ নেই। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ফের আদালতে যায় ওই দলটি।
সেই অর্জিকেই সমর্থন জানিয়ে ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’-এর তরফ থেকে আদালতে এই হলফনামা জমা দেওয়া হয়। তবে ট্রাম্প সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন ‘ইমিগ্রেশন ভয়েস-‘-এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা আমান কাপুর।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস