রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৮:৪৩

৬.৬ মাত্রার কম্পনে তিনবার কেঁপে উঠল মেক্সিকো

৬.৬ মাত্রার কম্পনে তিনবার কেঁপে উঠল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিম অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৬। এই ভূমিকম্পের কারণে বাজা ক্যালিফোর্নিয়া ও সিনালোয়া নামে দুটি পর্যটন কেন্দ্রে যথেষ্ট প্রভাব পড়েছে বলে জানা গয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, রবিবার স্থানীয় সময় ভোর ৩ টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল বলে জানা যায়। সিনালোয়া শহর থেকে মাত্র ৫৯ কিলোমিটার দূরে অবস্থিত এই উৎসস্থল। এছাড়া কম্পনের পর আফটার শকের মাত্রা ছিল ৫.২, ৪.৯ ও ৫.৩। মূল কম্পনের ৩৫ মিনিটের মধ্যেই পরপর তিনবার কেঁপে ওঠে মেক্সিকো।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে তারও কোন খবর পাওয়া যায়নি। পর্যটনকেন্দ্রে কম্পন হওয়ায় পর্যটকদের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন।
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে