শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ১১:৩৮:২৭

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬ জন

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় একটি জনাকীর্ণ বাস উল্টে অন্তত ২৬ জন মারা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আরো ৩৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারী কর্মকর্তারা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
 
দেশটির এক কর্মকর্তা কৃষ্ণচন্দ্র পোদেল জানান, গত বৃহস্পতিবার রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পশ্চিমের একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সামনে নদী থাকায় বাসটি হঠাৎ মোড় নিতে যেয়ে উল্টে প্রায় ৬৫০ ফুট নিচে পড়ে যায়।
 
তবে স্থানীয় গ্রামবাসী পুলিশ ও সেনাদের সঙ্গে মিলে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের নিরাপদে সরাতে সমর্থ হয়।
 
পোদেল আরো জানান, দুর্ঘটনা পরবর্তী সময়ে সেখানে একটি হেলিকপ্টার পৌঁছুলে গুরুতর আহত ১৮ জনকে তাতে তুলে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ওখানে অপেক্ষারত আরো ৮ আহত যাত্রীকে খারাপ আবহাওয়ার কারণে আনতে যেতে পারেনি উক্ত হেলিকপ্টারটি।
 
পাহাড় অধ্যুষিত দেশটিতে আঁকাবাঁকা খাড়া রাস্তা ও ফিটনেসহীন গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ইন্ডিয়া টুডে।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে