আন্তর্জাতিক ডেস্ক : ফের বাবা হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজেই একথা ঘোষণা করেছেন জুকারবার্গ। পোস্টটিতে নিজের এবং প্রিসিলিয়ার ছোটবেলার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন।
জুকারবার্গ লিখেছেন, ‘প্রিসিলিয়া এবং আমি আবারও মা-বাবা হতে চলেছি। যখন ম্যাক্স জন্ম নিয়েছিল, তখন আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমরা আরও একটি সন্তানের জন্ম দিতে পারব কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তবে যখন জানতে পারি প্রিসিলিয়া আবারও গর্ভবর্তী তখন ভেবেছিলাম সন্তান যেন সুস্থ থাকে। পরে চেয়েছিলাম আমাদের যেন মেয়ে হয়। একজন বোন থাকলে জীবন অনেক ভাল হয়। আমার দুই সন্তানই একে-অপরকে বোন হিসেবে পাবে, এতে আমি গর্বিত। আমরা ওর জন্য অপেক্ষা করে আছি এবং ওকে একজন অসাধারণ নারী হিসেবে বড় করে তোলার চেষ্টা করব।’
বর্তমানে ম্যাক্সের বয়স মাত্র ১৫ মাস। তবে ম্যাক্সের জন্মের আগে তিনবার গর্ভপাত হয়েছিল প্রিসিলিয়ার। জুকারবার্গ পরিবার আশাবাদী এবার তাদের সন্তান সুস্থভাবেই পৃথিবীর আলো দেখবে।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস