আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ইনায়ো’র আঘাতে আফ্রিকার দক্ষিণ-পূব্যাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। ঝড়ের কারণে কমপক্ষে দুইশ’ মানুষের আহত হওয়ার কথা জানিয়েছে তারা।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহের ওই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়েছেন অর্ধলাখের বেশি মানুষ। ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাস্তব ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তিন ভাগের দুইভাগই রাজধানী আন্তানানারিভোতে বলে জানা গেছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে ঝড়ের ভয়াবহতার চিত্র। এরমধ্যে উদ্ধারকর্মীর উৎপরতা শুরু করেছেন।
২০১৫ সালের পর থেকে ভয়াবহ খরা ও খাদ্য সংকটে ভুগছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি । এর মধ্যেই সংঘটিত ঘুর্ণিঝড় তাদের আরও বিপন্নতায় ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস