আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সে সময়ই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। আব্বাসের মুখপাত্র নাবিল আবু দায়নাহ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে যাওয়ার আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানিয়েছেন। সেসময় তারা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।’
হোয়াইট হাউসের মুখপাত্র সন স্পেসারও এই আমন্ত্রণের কথা নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল আগের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য পেয়েছে বলে উদ্বিগ্ন ফিলিস্তিন। ২০ জানুয়ারির পর এখন পর্যন্ত অন্তত দুইবার ট্রাম্প ও নেতানইয়াহু ফোনে কথা বলেছেন। এছাড়া গত মাসে ওয়াশিংটন সফরও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ফিলিস্তিনি নেতারা বলেন, মাহমুদ আব্বাস তার আলোচনায় পশ্চীম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টি তুলে ধরবেন। এর কারণেই মূলত দুই রাষ্ট্রের মধ্যে সহিংসতা চলছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রেসিডেন্ট আব্বাস শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল রাষ্টের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান।
হোয়াইট হাউসের এক বিবৃতি থেকে জানা যায়. ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে প্রত্যক্ষ আলোচনার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনতে হবে। শান্তি নিশ্চিতে খুব কাছ থেকেই কাজ করবে যুক্তরাষ্ট্র।-রয়টার্স
১১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস