আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে একই অবস্থা হয়েছিল ভারতীয় বিমানের। সেময় জামার্নির আকাশে উধাও হয়েছিল, পরে জার্মান যুদ্ধবিমানের সাহায্যে সে যাত্রা রক্ষা পায় বিমানটি। বিমানটিতে ৩০০ উপর যাত্রী ছিল। আর এবার হাঙ্গেরির আকাশে উধাও হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমানঅ
শুক্রবার গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার পথে হাঙ্গেরির আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। শেষমেশ একটি যুদ্ধবিমান পাঠিয়ে এয়ারইন্ডিয়ার সেই বিমানটিকে এসকর্ট করা হয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন , প্লেনটিতে ২৩১ জন যাত্রী ছাড়াও ১৮ জন বিমানকর্মী ছিলেন। ফ্রিকোয়েন্সির ওঠানামার কারণেই এই প্লেনটির সঙ্গে এটিএসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বেলা ১১টা ০৫ মিনিটে লন্ডনের হেথরো বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি।
১১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস