শনিবার, ১১ মার্চ, ২০১৭, ০৬:৪৫:১৭

মোদিকে মোকাবিলা করার মতো যোগ্য নেতা ভারতে নেই : ওমর আবদুল্লা

মোদিকে মোকাবিলা করার মতো যোগ্য নেতা ভারতে নেই : ওমর আবদুল্লা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে বিজেপি-সুনামি হল! ট্যুইটারে প্রতিক্রিয়া কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর বলেছেন, বিরোধীরা ২০১৯ সালের কথা মাথায়ই আনবেন না, তারা ২০২৪ সালের সাধারণ নির্বাচন টার্গেট করে এখন থেকে বরং প্রস্তুতি নিতে থাকুন।

এদিন ভোটের ফল বেরনো শুরু হতেই ওমর ট্যুইট করেন, সত্যি কথা হল, সর্বভারতীয় স্তরে এমন কোনও গ্রহণযোগ্য নেতা নেই যিনি ২০১৯ সালে মোদি ও বিজেপির মোকাবিলা করতে পারবেন। ২০১৯ সালের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ২০২৪ সালের প্রস্তুতি শুরু করা উচিত আমাদের।

আরেকটি ট্যুইটে বলেন, বিশেষজ্ঞ, ব্যাখ্যাকাররা সকলেই উত্তরপ্রদেশের এই হাওয়া বুঝতে পারলেন না, এটা কী করে হল? এ তো ছোট পুকুরের ঢেউ নয়, রীতিমতো সুনামি! পাঞ্জাব, গোয়া, মনিপুর নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছে, বিজেপিও অপরাজেয় নয়, তবে কৌশল বদলে সমালোচনা বন্ধ রেখে ইতিবাচক বিকল্প দেখাতে হবে। আগেও বলেছি, আবারও বলব, কোথায় আমরা ভাল করতে পারি, তার ভিত্তিতে ভোটারদের সামনে বিকল্প এজেন্ডা তুলে ধরতে হবে।

ওমর আবদুল্লা বলেন, শুধুই প্রধানমন্ত্রীর নিন্দামন্দ করে ‘আমরা এত দূরে সরে গিয়েছি’, ভোটারদেরও জানা উচিত, তাদের সামনে একটা বিপল্প আছে যারা একটা স্পষ্ট রোডম্যাপ দিতে পারে।
১১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে