রবিবার, ১২ মার্চ, ২০১৭, ০২:১৫:১০

মাওবাদীদের হামলায় ১২ পুলিশ নিহত

 মাওবাদীদের হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের সুকমা এলাকায় মাওবাদীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ছত্তিশগড়ের ভেজি জেলায় সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। তারা সেনাদের কাছ থেকে ১০টি বন্দুকও ছিনিয়ে নিয়েছে। সিআরপিএফের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশ সদস্যরা রাস্তায় নির্মানকাজে নিয়োজিত লোকজনের নিরাপত্তার দায়িত্বে কাজ করছিলেন। সেসময়ই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

আহত পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে সিআরপিএফ সারজিক্যাল ইউনিটে নেয়া হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। মোদি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সুকমার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
১২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে