রবিবার, ১২ মার্চ, ২০১৭, ০৪:৪৮:০৪

উত্তরপ্রদেশের নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ওপর ধাক্কা!

উত্তরপ্রদেশের নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ওপর ধাক্কা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ওপর ধাক্কা! পাঁচ বছর আগেও মুসলিম বিধায়কের (বিধানসভার নির্বাচিত সদস্য) সংখ্যা ছিল ৬৯। এক ধাক্কায় তা নেমে দাঁড়াল ২৪ এ। এমনই পরিসংখ্যান উঠে আসছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। রাজ্যটির মোট জনসংখ্যার ১৯ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের।

এই সংখ্যালঘু ভোট এতদিন যেত মূলত সমাজবাদী পার্টি, বিএসপি ও কংগ্রেসের দিকে। এবার ৪০৩ আসনের কোথাও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মেরুকরণের রাস্তাতেই হাঁটতে চেয়েছিল বিজেপি। মুসলিম ভোট যখন ভাগ হয়েছে, তেমনি হিন্দু ভোটের বড় অংশ এসেছে বিজেপির ঝুলিতে।

ভারতের সবচেয়ে বড় এই রাজ্যের পশ্চিমপ্রান্তের তেরাই, রেহিলখণ্ড এলাকায় মুসলমান ভোটারের সংখ্যা বেশি। সেইসব এলাকাতেও বিজেপি‌র সাফল্য এসেছে। মুসলমান ভোটও বিজেপি‌র দিকে এসেছে, এমন দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। মুসলিম বেশ কিছু কর্মীকে বিজেপির উৎসবে সামিল হতেও দেখা গিয়েছে।

যদিও বিরোধীদের ব্যাখ্যা, ‘‌কিছু সংখ্যালঘু ভোট বিজেপি–‌র দিকে গিয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ভোটই তাদের বিরুদ্ধেই রায় দিয়েছে। ভোট ভাগ হয়ে যাওয়াতেই বিজেপির সাফল্য এসেছে। বিজেপি মুসলিমদের সম্পর্কে কী মনোভাব পোষণ করে, তা ওদের প্রার্থীতালিকা থেকেই পরিষ্কার। ৪০৩ প্রার্থীর মধ্যে তারা একজন মুসলিম প্রার্থী খুঁজে পেলেন না?‌’‌
১২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে