সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ১০:৪৩:৩৩

দু'জনকে চাপা দিয়ে পলায়নপর বাসের ধাক্কায় ৩৪ জন নিহত

দু'জনকে চাপা দিয়ে পলায়নপর বাসের ধাক্কায় ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে পলায়নপর এক বাসের ধাক্কায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার গনাভিস শহরের এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। খবর বিবিসির।
 
গনাভিস শহর রাজধানী পোর্ট অব প্রিন্সের ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস প্রথমে দু'জন পথচারীকে চাপা দেয়। পরে দিক বদল করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ঐতিহ্যবাহী এক প্যারেডে প্রবেশ করে বাদ্যযন্ত্র শিল্পীদের চাপা দেয়। এ সময় বেশ কয়েকজন শিল্পী ও প্যারেডে অংশগ্রহণকারী ঘটনাস্থলেই মারা যান।
 
স্থানীয় নাগরিক সুরক্ষা কমিটির এক সদস্য ফস্টিন জোসেফ জানান, এ সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জড়ো হয়ে পলায়নপর বাসটিকে আটক করে। উত্তেজিত জনতা বাসটির ভেতরে থাকা চালককে শায়েস্তা করতে যাত্রীসহ বাসটি জ্বালিয়ে দিতে উদ্যত হয়। তবে অন্যদের হস্তক্ষেপে তা হয়ে উঠেনি। পরে পুলিশ বাস ও চালককে তাদের হেফাজতে নেয়।
১৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে