মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭, ০১:২৯:৪৯

সৌদি আরবের সীমান্তে ঢুকবে পাকিস্তানি সেনাবাহিনী!

সৌদি আরবের সীমান্তে ঢুকবে পাকিস্তানি সেনাবাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের দক্ষিণ সীমান্তে মোতায়েন করা হচ্ছে পাকিস্তান সেনাদের। সংবাদ মাধ্যমের দাবি, সেনা মোতায়ানের বিষয়ে সৌদি আরবের বাদশা সালমান আজিজ ও পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মধ্যে বিশদ আলোচনা হয়েছে।

এ বিষয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম ‘EXCLUSIVE: Pakistan sends combat troops to Saudi southern border’। খবরটি ছড়িয়ে পড়তেই বিব্রত নওয়াজ শরিফের সরকার।

তড়িঘড়ি পাক সেনার জনসংযোগ বিভাগ (আইএসপিআর)জানিয়ে দিল, সৌদি আরবের ভূখণ্ডের ভিতরেই থাকবে এই বাহিনী। কোনভাবেই পাকিস্তানি সেনাকে সৌদির বাইরে ব্যবহার করা হবে না। ইসলামাবাদ থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম তেমনই জানাচ্ছে।

কেন এমন পরিস্থিতি?

২০১৫ সাল থেকে  ইয়েমেন সংকট চলছে। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে অপসারিত করে ক্ষমতা দখল করে বিদ্রোহী হুথি গোষ্ঠী। দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন মনসুর হাদি। পরে তার সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন অন্যান্য আরব দেশগুলির যৌথ বাহিনী লাগাতার ইয়েমেনে আক্রমণ চালাতে শুরু করে। এই অভিযান তেমন সফলতা পায়নি।
১৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে