মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭, ০৩:২১:৪৬

মিয়ানমারে ভূমিকম্প

মিয়ানমারে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াংগুন অঞ্চলের তাইকিতে সোমবার রাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৪ জন আহত এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে ১৭ জন নারী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

প্রাথমিকভাবে জানা যায়, এতে তাইকির কেন্দ্রস্থলে একটি প্যাগোডা, শহর এলাকার থানার কিছু আবাসিক ভবন এবং অনেক বেসামরিক ঘরবাড়ি ধসে পড়ে। তাইকিতে ভূমিকম্পের ঘটনায় লোকজন বিভিন্ন বহুতল ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে এবং খোলা আকাশের নিচে তারা রাত কাটায়। এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তার জন্য প্রার্থনা করে।

স্থানীয় সময় রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইয়াংগুনের প্রায় ৩৬ কিলোমিটার উত্তর-পশ্চিম এবং তাইকি শহরের প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
১৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে