বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ০২:২৭:৫০

মাঝ আকাশে ভেঙ্গে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

মাঝ আকাশে ভেঙ্গে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: প্রশিক্ষণ চলাকালে ভেঙ্গে পড়ল ভারতীয় বিমানবাহিনী চেতক হেলিকপ্টার। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এলাহবাদের কাছে। নিরাপদে রয়েছেন পাইলট। কারো আহত হওয়ার খবর নেই।

জানা গেছে, বামরাউলি এয়ার বেস থেকে উড়ে যায় এই চপার। যান্ত্রিক গোলোযোগের কারণেই হুমড়ি খেয়ে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ তৎপরতার সঙ্গে খতিয়ে দেখছে ভারতীয় বিমানবাহিনী।
সূত্রের খবর, জোর করে অবতরণ করাতে গিয়েই এই বিপদ হয়। বামরাউলিতে রুটিন মেনেই ট্রেনিং চলছিল বিমানবাহিনীর।
১৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে