আন্তর্জাতিক ডেস্ক : সকাল হোক বা দুপুর কিংবা বিকাল৷ টেলিভিশন চ্যানেলগুলিতে একের পর এক চলতে থাকে টিভি সিরিয়াল৷ আর সব সিরিয়ালের বিষয়ই হয় সংসারের ঝামেলা৷ কোথাও তিনটে বিয়ে তো কোথাও আবার গরীব বড়লোকের লড়াই৷ সঙ্গে বাজে শাশুড়ি, ভালো বউমা, ঝগড়ুটে ননদ তো রয়েইছে৷
এতদিন টিভি ধারাবাহিকের কু-প্রভাব নিয়ে বহু মানুষই মুখ খুলেছেন ৷ এবার সেই তালিকায় নাম লেখালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ শহরের একটি অনুষ্ঠানে স্পষ্টই তুলে ধরলেন টিভি সিরিয়ালের কু-প্রভাবকে৷ তার কথায়, টিভি সিরিয়াল সমাজের জন্য ক্ষতিকর।
রাজ্যপালের মন্তব্য, ‘সিরিয়ালের বিষয়বস্তু সমাজের পক্ষে ক্ষতিকারক। দুর্ভাগ্যের বিষয়, চ্যানেলে চ্যানেলে এমন কয়েকটি সিরিয়াল সম্প্রচার করা হচ্ছে, যেখানে সংসার ভাঙার ষড়যন্ত্র পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া তুলে ধরা হচ্ছে। তাই অনেক সিরিয়ালই সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়’
১৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস